নৌকাডুবিতে বাবা-মেয়েসহ নিখোঁজ ৩
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১০-২৬ ১২:২২:৪০
বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন নিখোঁজ রয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ছোট মদক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, নাংসাই খুমী (৩০), লংবে খুমী (৪৫) ও তার মেয়ে লংরে খুমী (২১)।
স্থানীয়রা জানায়, নৌকাটিতে মোট ৯ জন যাত্রী ছিল। এসময় সাঁতার কেটে ছয়জন তীরে উঠতে পারলেও তিনজন নদীতে তলিয়ে যায়। পাথরের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।
ইতোমধ্যে দুর্ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল রওনা দিয়েছে বলে জানা গেছে।
এম জি