কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হলেন কামরুল হাসান
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-২৬ ১৪:০৯:০৩
কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস, দুবাইয়ে কমার্শিয়াল কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন শেষে সদ্য যোগদানকৃত কামরুল হাসান।
বুধবার (২৫ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস, দুবাইয়ে কমার্শিয়াল কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন শেষে সদ্য যোগদানকৃত কামরুল হাসানকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।
এম জি