রেকর্ড দামের পর হিমাদ্রির ৭১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-১০-২৮ ২১:০৫:৩১
পুঁজিবাজারের এসএমই মার্কেটে তালিকাভুক্ত হিমাদ্রি লিমিটেড রেকর্ড লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৭১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
পুঁজিবাজারে শেয়ারের রেকর্ড দামের পর এবার এসএমই মার্কেটের কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণার রেকর্ডও গড়েছে কোম্পানিটি।
শনিবার (২৮ অক্টোবর) ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষিত লভ্যাংশের মধ্যে কোম্পানিটি ১০ শতাংশ নগদ এবং ৭০০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। অর্থাৎ শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা করে নগদ লভ্যাংশ পাবেন। আর প্রত্যেক শেয়ারের বিপরীতে বোনাস লভ্যাংশ হিসেবে পাবেন আরও ৭টি শেয়ার। রিটেইনড আর্নিংস থেকে বোনাস লভ্যাংশ দেয়া হবে।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫ টাকা ৩৩ পয়সা।
এছাড়া, ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮২২ টাকা ৭৪ পয়সা।
আগামী ১৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর।
উল্লেখ্য, পুঁজিবাজারে বর্তমানে সবচেয়ে দামি শেয়ার হিমাদ্রি লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮ হাজার ২১২ টাকা দরে লেনদেন হয়েছে।
এএ