লভ্যাংশ দেবে না যেসব কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-২৯ ১৫:৪৭:৫৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লভ্যাংশ না দেয়া কোম্পানিগুলো হলো : ম্যাকসন্স স্পিনিং, রহিম টেক্সটাইল, রেনউইক যজ্ঞেশ্বর, ইন্দোবাংলা ফার্মা, ফু-ওয়াং ফুড, আনলিমা ইয়ার্ন, বিডি থাই ফুড, আজিজ পাইপস, দুলামিয়া কটন, সায়হাম কটন, জাহিন টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, সাভার রিফ্রাক্টরিজ, মেট্রো স্পিনিং, শ্যামপুর সুগার, মালেক স্পিনিং, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং মেঘনা কনডেন্স মিল্ক।
ম্যাকসন্স স্পিনিং : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.৯৩) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬.১১ টাকায়। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৬ ডিসেম্বর।
রহিম টেক্সটাইল : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১৩.১৮) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩.৭৯ টাকায়। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
রেনউইক যজ্ঞেশ্বর : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২০.৩৩) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস (ঋণাত্মক) দাঁড়িয়েছে (৮৭.৮৮) টাকায়। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।
ইন্দোবাংলা ফার্মা : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩.৯৬ টাকায়। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
ফু-ওয়াং ফুড : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৫৭) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২.৪৩ টাকায়। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
আনলিমা ইয়ার্ন : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৮ টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০.৪২ টাকায়। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
বিডি থাই ফুড : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪.১৪ টাকায়। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
আজিজ পাইপস : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৬.৮৭) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস (ঋণাত্মক) দাঁড়িয়েছে ২৬.৪৩ টাকায়। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
দুলামিয়া কটন : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.০৯) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস (ঋণাত্মক) দাঁড়িয়েছে ৩৯.২০ টাকায়। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।
সায়হাম কটন : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩০ টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৫.৯৭ টাকায়। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।
জাহিন টেক্সটাইল : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.৫৮) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০.০১ টাকায়। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
সায়হাম টেক্সটাইল : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৪৯) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১.৮৪ টাকায়। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
সাভার রিফ্রাক্টরিজ : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪.৮৬) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯০.৬৬ টাকায়। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।
মেট্রো স্পিনিং : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.১২) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬.৮৭ টাকায়। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।
শ্যামপুর সুগার : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪৩.৬২) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস (ঋণাত্মক) দাঁড়িয়েছে এক হাজার ২১১.২১ টাকায়। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।
মালেক স্পিনিং : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.১৪) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৬.৭৭ টাকায়। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
মেঘনা পেট : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৩০) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস (ঋণাত্মক) দাঁড়িয়েছে ৫.১৫ টাকায়। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
মেঘনা কনডেন্স মিল্ক : সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.১৩) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস (ঋণাত্মক) দাঁড়িয়েছে ৭২.২২ টাকায়। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।