প্রগতি ইনস্যুরেন্সের চেয়ারম্যান গ্রেপ্তার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-২৯ ১৬:৪৬:৫৮


প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বি এম ফরমান আলী।

তিনি জানান, ২০২২ সালের একটি বিস্ফোরক মামলার তিনি আসামি ছিলেন। সেই মামলায় গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত বুধবার বিএনপিপন্থি এ ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেন গুলশানের বাসভবনে একটি নৈশভোজের আয়োজন করেছিলেন। সেখানে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রীসহ বিএনপির বেশ কয়েকজন নেতা এবং দূতাবাসের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এএ