আদালতে মির্জা ফখরুল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-২৯ ২০:৩৫:৪৬
রাজধানীর গুলশানের বাসা থেকে আটকের সাড়ে ৯ ঘণ্টা পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থিত করেছে পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) রাত ৮.১৫ মিনিটের দিকে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মাইক্রোবাসে করে আদালতে উপস্থিত করা হয়। এসময় বিএনপিপন্থি আইনজীবীরা বিভিন্ন রকম স্লোগান দিতে থাকেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় মির্জা ফখরুলকে গ্রেফতার দেখানো হয়েছে।
এএ