কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ ছাত্রদল কর্মী নিহত

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-১০-৩১ ১২:৪৭:১৫


কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে ২ ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার সকালে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত দুজন হলেন ছয়সূতি ইউনিয়নের বাসিন্দা কাউসার মিয়ার ছেলে ছাত্রদল কর্মী ২০ বছরের সেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়ন কৃষকদলের সভাপতি ৩০ বছরের বিল্লাল মিয়া।

এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা।

এর আগে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা জানান, সংঘর্ষে দুজন নিহতের খবর তিনি শুনেছেন। তবে নিশ্চিত না। এ ঘটনায় কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহত হয়েছেন বলেও জানান তিনি।

এম জি