১৪.৪৬ ডেসিমেল জমি ক্রয় করবে এডিএন টেলিকম

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-৩১ ১৪:০৩:০৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদ ১৪.৪৬ ডেসিমেল জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি রাজধানী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের মাদানী অ্যাভিনিউয়ে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির উদ্যোক্তাদের একই মালিকানায় থাকা আরেকটি কোম্পানি টেক ভ্যালি নেটওয়ার্কস লিমিটেড থেকে এই জমি ক্রয় করা হবে। এই জমি আগে থেকেই এডিএন টেলিকমের মালিকানায় থাকা ১৪.১৩ ডেসিমেল জমির পাশে অবস্থিত।

৩৭ ডেসিমেল জমি কিনতে এডিএন টেলিকমের ১১ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হবে। রেজিষ্ট্রেশন ও অন্যান্য খরচ বাদ দিয়ে এ খরচ ব্যয় হবে কোম্পানির। এই নতুন জমিসহ এই ২৮.৫৯ ডেসিমাল জমি কোম্পানির বহুতল ভবন নির্মাণের জন্য ব্যবহার করবে। যেখানে এডিএন টেলিকম ডাটা সেন্টারের সেটাপসহ কর্পোরেট অফিস পরিচালনা করবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস