সারওয়ার্দী ও বাইডেনের কথিত উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত চলছে: আইজিপি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-০১ ১২:৫২:৩১
সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী ও কথিত জো বাইডেনের উপদেষ্টা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সাথে যুক্ত কি-না সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বুধবার (১ নভেম্বর) সকালে আহত পুলিশ অফিসারদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান আইজিপি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, ২৮ অক্টোবর পুলিশের উপর হামলা ও জালাও পোড়াও এর ঘটনার সাথে যারা জড়িত তাদেরকের গ্রেফতার করা হচ্ছে।
তিনি বলেন, অবরোধের নামে যারা মানুষের চলাচলে বাঁধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষের জানমাল নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
এম জি