মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-০২ ১১:৫১:৪২


রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মকর্তা শাজাহান শিকদার বাংলা এ তথ্য নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙা মসজিদ এলাকায় মৌমিতা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস দাঁড়ানো ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নেভায়।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচির তৃতীয় দিন আজ। গত দুদিনের চেয়ে আজ সকাল থেকে সড়কে গণপরিবহনের বাড়তি চাপ। বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল ও রিকশা বেশি থাকায় সকাল থেকেই রাস্তায় দেখা গেছে ট্রাফিক পুলিশ সদস্যদের।

এনজে