সাপ্তাহিক দর পতনের শীর্ষে মুন্নু এগ্রো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-০৪ ১১:০৫:২৮
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৩০ দশমিক ০৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২২ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার সিমেন্টের শেয়ার দর কমেছে ১৪ দশমিক ৭৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৮৮ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৭ লাখ ৬০ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ার দর কমেছে ১৪ দশমিক ২২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৮ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– লিব্রা ইনফিউশনের ১২.৯৭ শতাংশ, তশরিফার ১২.৯২ শতাংশ, আরামিটের ১০.৬০ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১০.৪৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৯.৫৩ শতাংশ, এপেক্স ফুডসের ৯.২৯ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.২৮ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস