নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-০৪ ১১:৪৯:৫৩


নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. আলী আহমেদ (৬৫), মোছা. হাসন বানু (৫৫), মো. সোনা উদ্দিন (৪৫), মোছা. শাহেরা বেগম (২৪) ও ওমর ফারুক (১৮)।

তাদের উদ্ধার করে রাত সাড়ে তিনটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে একই পরিবারের পাঁচজন এখানে ভর্তি রয়েছে।

আহতদের মধ্যে আলী আহাম্মদের ৫৮ শতাংশ, হাসন বানুর ৪৫ শতাংশ, সোনা উদ্দিনের ৯৪ শতাংশ, ওমর ফারুকের ১৫ শতাংশ ও সাহেরা বেগমের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

এনজে