রাজধানীতে তিন বাসে আগুন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-০৪ ২০:৫৮:৪০


রাজধানীর এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট ও সায়েদাবাদ এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে, এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেছেন, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান ভবনের সামনে রমজান পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। নিউ মার্কেটের কাছে ভিআইপি পরিবহনের বাসে আগুন দেওয়া হয়।

এদিকে, সায়েদাবাদের জনপদ মোড়ে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।

এএ