বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স গ্রেপ্তার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-০৪ ২১:০৪:৪৭


বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সকে বাড্ডা এলাকায় একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে পরিবার।

শনিবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে কিছুক্ষণ আগে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তার পরিবার জানিয়েছে, বাড্ডার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে প্রিন্সকে আটকের বিষয়টি এখনও নিশ্চিত করেনি গোয়েন্দা পুলিশ।

এএ