রাইট শেয়ার ইস্যু করবে ওরিয়ন ইনফিউশন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-০৫ ১১:৩৮:০১
পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডর পরিচালনা পর্ষদ পরিশোধিত মূলধন বাড়াতে রাইট শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিনিয়োগকারীরা বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার পাবে। প্রতিটি রাইট শেয়ারের মূল্য ১০টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা। ওরিয়ন ইনফিউশন বিএমআরই প্রকল্প এবং ঋণ পরিশোধের জন্য রাইট শেয়ার ইস্যু করবে।
কোম্পানিটি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন মেনে রাইট শেয়ার ইস্যু করতে পারবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস