গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১১-০৫ ১১:৫৩:১৩


গাজীপুরের গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে গাড়ির সামনের অংশ পুড়ে গেছে।

রোববার (৫ নভেম্বর) ভোর ৬টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন গণমাধ্যমকে বলেন, কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম জি