দর বৃদ্ধির শীর্ষে ক্রিষ্টাল ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-১১-০৫ ১৫:৩৭:০৮
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রিষ্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৯৭ বারে ৫ লাখ ৩৪ হাজার ৭২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ । কোম্পানিটি ৬৩৮ বারে ৮ লাখ ৯২ হাজার ৮১৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ২৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৫০ বারে ১২ লাখ ৬১ হাজার ৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৭২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ৯.৯৫ শতাংশ, ইন্ট্রাকোর ৯.৯৩ শতাংশ, শমরিতা হসপিটালের ৯.৯২ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯.৭৫ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৯.৪২ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৯.৪০ শতাংশ এবং আজিজ পাইপসের শেয়ার দর ৮.৭৫ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস