বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ৩ দিনের রিমান্ডে
সানবিডি২৪ আপডেট: ২০২৩-১১-০৬ ১৭:২৭:৪৮
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ নভেম্বর) দুদুকে আদালতে উপস্থিত করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
অন্যদিকে রিমান্ড বাতিল ও আসামির জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন আসামির জামিন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামি গত ২৮ অক্টোবর বিএনপি কর্তৃক পূর্ব ঘোষিত মহাসমাবেশে যোগদান করে সম্পূর্ণ উদ্দেশ্যে প্রণোদিতভাবে পল্টন থানাধীন বিএনপি অফিসের সামনের সমাবেশের স্টেজে বিভিন্ন রকম উষ্কানিমূলক বক্তব্য প্রদান করে। উক্ত উষ্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে মামলার ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামিরা মূল সমাবেশ স্থল ছেড়ে রমনা থানাধীন মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের বাস ভবনের সামনের রাস্তায় বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র-সস্ত্রসহ মিছিল সহকারে এসে গণপরিবহনের একাধিক বাস, পাবলিক পিকআপ গাড়ী এবং পুলিশের ব্যবহৃত বিভিন্ন যানবাহন এলাপাতাড়ি ভাংচুর করে। একপর্যায়ে সেখানে অবস্থানরত পুলিশকে হত্যার উদ্দেশ্যে এলাপাতাড়ি ইট পাটকেল নিক্ষেপ করিয়া অসংখ্য পুলিশকে আহত করে।
আসামিরা রাস্তার ফুটপাতে থাকা দোকান পাটে আগুন লাগিয়ে দিয়ে জনমনে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। আসামি বিএনপির শীর্ষস্থানীয় নেতা। আসামি শামসুজ্জামান দুদু এর হিংসাত্মক এবং উস্কানিমূলক মারমুখি বক্তব্যের প্রেক্ষিতে এবং প্রত্যক্ষ মদদে অপরাপর আসামিরা মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের বাস ভবনের পূর্ব পার্শ্বের গেট ভেঙ্গে বাস ভবনে অনধিকার প্রবেশ করে এলোপাতাড়ি ইট পাটকেল নিক্ষেপ করে বাস ভবনের নাম ফলকসহ বিভিন্ন জায়গায় ভাংচুর করে ক্ষতি সাধন করে।
উল্লেখ্য, গতকাল রবিবার দিবাগত রাত বারোটার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় বোনের বাসা থেকে শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করে পুলিশ।
এম জি