পুলিশের অতিরিক্ত ডিআইজি হলেন ১৪০ কর্মকর্তা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-০৭ ১৩:২১:৫০
বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৪০ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এসব কর্মকর্তারা পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) (গ্রেড-৪) হয়েছেন।
সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার সকল আনুষ্ঠানিকতা পালন শেষে ১৪০টি সুপারনিউমারারি পদের বিপরীতে কর্মকর্তাগণকে পদোন্নতি প্রদান করা হয়েছে।
এম জি