রাজধানীতে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-০৮ ০৯:২২:৫৩
রাজধানীর বাংলামোটর নিউ ইস্কাটন ইস্টার্ন টাওয়ারের সামনে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী মারা গেছেন। নিহত ব্যক্তিদের নাম আরিফুল ইসলাম ও সৌভিক করিম।
মঙ্গলবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ছিলেন। আর সৌভিক ছিলেন খণ্ডকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্যরা। সংগঠনের সহযাত্রীরাও দ্রুত পৌঁছে যান। পরে নিহত ব্যক্তিদের উদ্ধার করা হয়।
নিহত আরিফুল এক সন্তানের বাবা ছিলেন। ময়নাতদন্তের জন্য তার সঙ্গে সৌভিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে নেয়া হয়।
ঘটনাস্থল থেকে কয়েকজন ব্যক্তি জানান, একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এরপর ট্রাকটি মগবাজারের দিকে পালিয়ে যায়।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন জানান, বাংলামোটর ইস্টার্ন টাওয়ারের সামনে সড়ক দুর্ঘটনায় বাইকে থাকা দুজন মারা গেছেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।
এম জি