আরব লাইট ক্রুডের দাম অপরিবর্তিত রাখার ঘোষণা আরামকোর

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১১-০৮ ০৯:২৬:১৪


অপরিশোধিত জ্বালানি তেলের সৌদি বাজার আদর্শ আরব লাইটের বিক্রয় মূল্য (ওএসপি) অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় কোম্পানি আরামকো। গতকাল এক বিজ্ঞপ্তিতে এশিয়ার ক্রেতাদের এ সিদ্ধান্ত জানিয়েছে কোম্পানিটি। ওপেক প্লাস জোটের সঙ্গে উত্তোলন হ্রাসের মাধ্যমে সরবরাহ কমানোর ঘোষণা দিলেও পরিশোধনাগারগুলোয় চাহিদা কমে যাওয়ায় পণ্যটির মূল্য অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে আরামকো। খবর রয়টার্স।

এর মধ্য দিয়ে টানা পাঁচ মাসের ঊর্ধ্বমুখিতায় বিরতি টানল আরামকো। তবে আরব লাইটের দাম এখন ওমান/দুবাই বাজার আদর্শের চেয়ে গড়ে ব্যারেলপ্রতি ৪ ডলার বেশি রয়েছে। ডিসেম্বরেও এ দর অপরিবর্তিত থাকবে।

বাজার বিশ্লেষকরা আগে থেকেই প্রত্যাশা করছিলেন ডিসেম্বরের দাম বাড়াবে না আরামকো। বিশেষ করে লাভের মার্জিন কমে আসায় এবং সরবরাহ অনিশ্চয়তার কারণে পরিশোধনকারীরা কারখানা কার্যক্রম মন্থর করে দিয়েছেন। এতে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা দুর্বল হয়ে গেছে।

সৌদি আরামকো আরব লাইটের মূল্যনির্ধারণের ক্ষেত্রে আবুধাবিভিত্তিক বাজার আদর্শ মারবানের গড় মূল্যকে বিবেচনায় নেয়। অক্টোবরে মারবানের গড় স্পট মূল্য দুবাই থেকে ব্যারেলপ্রতি ৩ ডলার ৮৮ সেন্ট বেশি ছিল, যা সেপ্টেম্বরের দর থেকে ৪৫ সেন্ট বেশি।

উত্তর-পশ্চিম ইউরোপের বাজারে ডিসেম্বরের জন্য আরব লাইটের দাম ব্যারেলে ২ ডলার ৩০ সেন্ট কমিয়েছে আরামকো। দাম কমানোর পরেও আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের চেয়ে আরব লাইটের দাম ব্যারেলপ্রতি ৪ ডলার ৯০ সেন্ট বেশি রয়েছে। একই মাসের জন্য যুক্তরাষ্ট্রে আরব লাইটের দাম এএসসিআইর বিপরীতে ব্যারেলপ্রতি ৭ ডলার ৪৫ সেন্ট বেশিতে অপরিবর্তিত।

আরব লাইটের দাম অপরিবর্তিত রাখার এ সিদ্ধান্তের মধ্যেই চলতি বছরের শেষ দিন পর্যন্ত স্বেচ্ছায় অতিরিক্ত সরবরাহ কমানোর ঘোষণা পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব ও রাশিয়া। দেশ দুটির এমন ঘোষণায় গতকাল আন্তর্জাতিক বাজারে ১ শতাংশ বেড়েছে জ্বালানি তেলের দাম। আইসিই ফিউচার্সে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ১ ডলার শূন্য ৩ শতাংশ বা ১ দশমিক ২১ শতাংশ বেড়েছে। ব্যারেলপ্রতি দাম উঠেছে ৮৫ ডলার ৯২ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ ডলার শূন্য ৭ সেন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮১ ডলার ৫৮ সেন্টে।