এ্যাকোয়া পেইন্টস ফ্যাক্টরী ভিজিটে এক দল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-০৯ ১২:১২:১১
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি দল তাদের শিক্ষাসফর শুরু করে এ্যাকোয়া পেইন্টস ফ্যাক্টরী ভিজিটের মাধ্যমে। এই আনুষ্ঠানিকতায় ফ্যাক্টরী পরিদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের পেইন্টস শিল্পে ক্যারিয়ার সম্পর্কে পথ প্রদর্শন করেন গ্রুপ ডিরেক্টর জনাব শায়ান সিরাজ এবং ফ্যাক্টরি ইডি জনাব এসএম আহসানুল করিম ।
এছাড়া হেড অফ সেলস জনাব মোঃ মিনহাজ উদ্দিন তালুকদার পেইন্টস শিল্প এবং এর পণ্য প্রক্রিয়াজাতকরণের উপর একটি প্রেজেন্টেশন প্রদান করেন এবং শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের প্রশ্নের মাধ্যমে তা আরো ইন্টারেক্টিভ করে তোলেন।
গ্রুপ ডিরেক্টর শায়ান সিরাজ বলেন, তরুণদের উৎসাহিত করার ব্যাপারে এ্যাকোয়া পেইন্টস সর্বদা এগিয়ে আসে। তাছাড়া, শিক্ষা ও শিল্পের মাঝে সংযোগ স্থাপনের জন্য এধরনের উদ্যোগকে উৎসাহিত করে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হেড অব ম্যানেজমেন্ট প্রফেসর মতিউর রহমান, এ্যাকোয়া পেইন্টস -এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের এই পরিদর্শনের সময় শিক্ষার্থীদের ব্যতিক্রমী অভিজ্ঞতার জন্য ধন্যবাদ জানান।
এম জি