রিমান্ড শেষে কারাগারে বিএনপি নেতা শাহজাহান ওমর
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-০৯ ১৬:০১:১০
বাসে অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীরউত্তম ব্যারিস্টার শাহজাহান ওমরকে চারদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) চারদিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৫ নভেম্বর শাহজাহান ওমরকে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তার জামিন নামঞ্জুর করে চারদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭ টার দিকে নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রী ছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় বাসের চালক বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলাটি করেন। মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়।
এ মামলায় শনিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর বনশ্রী থেকে ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এম জি