‘সৌদিতে ঈদ ৬ জুলাই’

আপডেট: ২০১৬-০৬-২৯ ১২:০৩:৩৫


A crescent moon rises close to an illuminated minaret of mosque in Amman December 16, 2001. Moslems arround the world celebrated the first day of the moslem Eid al-Fitr holiday marking the end the holy month of Ramadan. - RTXKY51ভৌগলিক কারণে এবার রমজান মাস ৩০ দিনের হবে বলে মনে করছেন সৌদি আরবের বিশেষজ্ঞরা। তাদের মতে সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে আগামী ৬ জুলাই বুধবার  ঈদুল ফিতর উদযাপিত হবে।

মহাকাশ বিজ্ঞান গবেষণা বিষয়ক আরব ইউনিয়নের সদস্য ড. খালেদ আল জাক জানান,  তিনি এবং তার মতো অনেক গবেষকই মনে করেন এবার রমজান মাস ৩০ দিনের হবে। সে ক্ষেত্রে শাওয়াল মাস শুরু হবে আগামি ৬ জুলাই বুধবার।

অর্থাৎ আগামী বুধবার সৌদিসহ আশেপাশের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি গেজেটের খবরে খালেদ আল জাকের বরাত দিয়ে বলা হয়েছে, চক্রাকারে  প্রতি ৩৩ বছর পরপর হিজরি সন গ্রেগরিয়ন বছরের সাথে সমন্বিত হয়।

সেই কারণে রমজান মাস যেমন গরম কালে হয় তেমনি বসন্ত বা শীতেও হয়। তবে চক্রাকারে ঘুরে আসতে সময় লাগে।

তিনি জানান, আর সাত বছর পরেই রোজা হবে শীতের সুন্দর আবহাওয়ায়।

সানবিডি/ঢাকা/এসএস