যুবদল নেতা রেজাউল করিম গ্রেপ্তার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-১০ ১৭:১৭:৫২


যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল কবির পলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম জানান, নাশকতার মামলায় রেজাউল করিম পলকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে দাবি করেন, রেজাউল কবিরকে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে গেছে।

তিনি বলেন, রেজাউলকে তার পরিবারের কাছে ফেরত দিতে হবে। নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার এবং দলের নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন। তাই অবিলম্বে তাকে জনসম্মুখে হাজির করার জোর দাবি জানাচ্ছি।

এম জি