গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অবরোধ চলবে: জামায়াত

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১১-১০ ২১:১৯:২৮


দেশে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলতে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। শুক্রবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সরকারের দমন-পীড়ন এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এটিএম মাছুম বলেন, ‘জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও আলেম-ওলামার মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে সরকার বিরোধী আন্দোলন অব্যাহত রয়েছে। দেশে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি চলতেই থাকবে।’

তিনি আরও বলেন, বিনা ভোটের সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। জামায়াতসহ বিরোধীদলের অসংখ্য নেতাকর্মীর নামে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে জেলে আটকে রাখা হয়েছে। কুমিল্লার লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলামসহ গত ২৪ ঘণ্টায় জামায়াতে ইসলামী এবং অঙ্গ সংগঠনের ৪১ জন নেতাকর্মীকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। নাটোর জেলার সিংড়া উপজেলার ১১ নং ছাতার দিঘি ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আব্দুর রাজ্জাক (৬০) কে ১০ নভেম্বর জুমআর নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে কালিগঞ্জ কলেজের পাশে একটি সাদা মাইক্রোতে ৭/৮ জন দুর্বৃত্ত উঠিয়ে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়ে মারাত্মকভাবে জখম করে রাস্তার পাশে ফেলে চলে যায়। কয়েকদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা চালিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের গুরুতর আহত করা হয়েছে এবং কয়েকজনকে হত্যা করা হয়েছে। দেশব্যাপী নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমন করার জন্য সরকার পুলিশকে লেলিয়ে দিয়েছে। পুলিশ মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করছে। আমি এইসব জুলুম-নির্যাতন এবং বেআইনি গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

এএ