ফার্মগেটে ককটেল বিস্ফোরণ
আপডেট: ২০২৩-১১-১১ ২১:০৭:১১
নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াত ও বিরোধী জোটের ডাকা চতুর্থ দফা অবরোধের আগের দিন রাজধানীর ফার্মগেটে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।
তিনি বলেন, হঠাৎ বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ ঘটলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ওসি বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা, ফার্মব্রিজ সুপার মার্কটের ছাদ বা বারান্দা থেকে নিক্ষেপ করে রাস্তায় ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আমরা তদন্ত করছি।
এম জি