দুই দশকের সর্বনিম্নে মার্কিন গম রফতানি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-১২ ০৯:০১:৩০
২০ বছরের সর্বনিম্নে নেমে এসেছে যুক্তরাষ্ট্রের গম রফতানি। পাশাপাশি গমের আন্তর্জাতিক সরবরাহ বাড়ায় ও খরার প্রভাবে মিসিসিপি নদীর পানির স্তর কমে যাওয়ায় দেশটির শস্য রফতানি কার্যক্রম ব্যাহত হয়েছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন।
তথ্য বলছে, কার্গো জাহাজ মেক্সিকো উপসাগরের রফতানি বন্দরগুলোতে দুই-তৃতীয়াংশ মার্কিন গম পরিবহন করে থাকে। কিন্তু পানির স্তর কম থাকায় নদীপথে এসব জাহাজ চলাচল কমে গেছে।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্যমতে, ২ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র এক সপ্তাহে মাত্র ৭১ হাজার ৬০৮ টন গম রফতানি করেছে, যা আগের সপ্তাহের ১ লাখ ৯৮ হাজার ২৯৮ টন থেকে যথেষ্ট কম। পাশাপাশি গত বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৮১ হাজার ৯৮৯ টন কম। চলতি বিপণন বছরে গম রফতানি এখন পর্যন্ত ২৭ শতাংশ কমেছে।
ইউএসডিএর তথ্য বলছে, ১৯৮৩ সালের জানুয়ারিতে রেকর্ড শুরু হওয়ার পর থেকে ২ নভেম্বরের গম রফতানির পরিমাণ যেকোনো সপ্তাহের চেয়ে কম ছিল। এর আগে ২০২২ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চলতি শতাব্দীর সর্বনিম্ন রফতানির পরিমাণ ছিল ৮৫ হাজার ৬৭২ টন। তবে গম রফতানির পরিমাণ কমলেও একই সময়ে সয়াবিন রফতানির পরিমাণ বেড়েছে। বাজার বিশেষজ্ঞরা এ ধরনের ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে অভিহিত করেছেন।
এনজে