ক্ষতিপূরণ পেলো মালয়েশিয়ায় মাটিচাপায় নিহত ৩ শ্রমিকের পরিবার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-১২ ০৯:৩০:৪৯
মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের হস্তক্ষেপে ক্ষতিপূরণ পেয়েছে মালয়েশিয়ায় মাটিচাপায় নিহত ৩ বাংলাদেশি শ্রমিকের পরিবার।
শনিবার (১১ নভেম্বর) হাইকমিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিহত প্রবাসীরা হলেন হলেন, শরীয়তপুর জেলার জাহেদুল খান ও মো. সাজ্জাদ হোসাইন এবং পাবনার মনিরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতরা কাম্পুং মাকা নামক পাহাড়ী এলাকায় সড়ক নির্মাণের কাজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত ২ নভেম্বর নির্মাণাধীন এলাকায় মাটি চাপা পড়ে তাদের মৃত্যু হয়। জাহেদুল এবং সাজ্জাদ ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় আসেন এবং মনিরুল ইসলাম একটি কোম্পানির আওতায় কলিং ভিসায় মালয়েশিয়ায় আসলেও এপ্রিল মাসে তিনি ওই কোম্পানিকে না জানিয়ে অন্যত্র চলে যান।
ফলে ওই তিনজন অনিয়মিত হওয়ায় তাদের ক্ষতিপূরণ আদায় নিয়ে জটিলতা দেখা দেয়। তবে হাইকমিশনের হস্তক্ষেপে অবশষে ক্ষতিপূরণ আদায় করা হয়। আদায়কৃত ক্ষতিপূরণের অর্থ ৯ নভেম্বর কোম্পানির পক্ষ থেকে মৃত ব্যক্তিদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে ক্ষতিপূরণের পরিমাণ উল্লেখ করা হয়নি। অর্থ প্রাপ্তির বিষয়টি পরিবারের সাথে যোগাযোগ করে নিশ্চিত করা হয়।
এম জি