কর্মদক্ষতা উন্নয়নে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

প্রকাশ: ২০১৬-০৬-২৯ ১৮:৫১:২৩


human-capital-indexকর্মদক্ষতা উন্নয়নে ভারতের চেয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে। হিউম্যান ক্যাপিটাল ইনডেক্সে এ তথ্য উঠে এসেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ট্যালেন্ট বাড়ানো, তাদের উন্নয়ন ও প্রতিপালনের দিক থেকে কোনো দেশের সক্ষমতার দিক বিবেচনায় এনে এ র‍্যাঙ্ক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার জেনেভাভিত্তিক ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডব্লিউইএফ) বার্ষিক এ সূচক প্রকাশ করে। ১৩০টি দেশের ওপর জরিপ চালিয়ে এ তথ্য তুলে ধরা হয়েছে।

তালিকায় দেখা গেছে, ভারতের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার মধ্যে নেপাল, পাকিস্তানের চেয়েও এগিয়ে। তবে ভুটান ও শ্রীলঙ্কার নিচে রয়েছে বাংলাদেশ। তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৪তম। আর ভারতের অবস্থান ১০৫তম।

দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কার অবস্থান সবার উপরে। দেশটির অবস্থান ৫০তম আর ভুটানের অবস্থান ৭১। র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের জায়গা ১১৮তম স্থানে। ইনডেক্সে সবার উপরে অবস্থান করছে ফিনল্যান্ড; চীন রয়েছে ৭১তম স্থানে।