গাজার আল শিফা হাসপাতাল কবরস্থানে পরিণত হয়েছে: ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-১৪ ১১:৫৪:৫৯
গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা কবরস্থানে পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, ওই হাসপাতালটির ভেতরে ও বাহিরে মৃতদেহ পড়ে আছে।
জাতিসংঘের মুখপাত্র বলছেন, বহু শিশু এবং ৪৫ জন কিডনি রোগীকে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া প্রয়োজন। কিন্তু জ্বালানি না থাকায় তা সম্ভব হচ্ছে না।
গত কয়েকদিন ধরে গাজার এই হাসপাতালকে ঘিরে হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী। এছাড়া জ্বালানি তেল শেষ হয়ে যাওয়ায় হাসপাতালটিতে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে।
ইসরায়েলের দাবি, এই হাসপাতাল থেকেই হামাসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে ইসরায়েলের এ দাবি অস্বীকার করেছে হামাস।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নিহত হয়, জিম্মি করা হয় ২৫০ জনকে। এরপরই পাল্টা প্রতিশোধ নিতে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এতে নিরীহ ১১ হাজার ফিলিস্তিনি মারা গেছে। যার মধ্যে সাড়ের চার হাজার শিশুই।
আল শিফা হাসপাতালের ম্যানেজার ডা. মোহাম্মেদ আবু সেলমিয়া বলেন, ইসরায়েলের হামলায় হাসপাতালেল ৩২ জন নিহত হয়েছে। তিনি আরও বলেন, অক্সিজেনের অভাবে তিন নবজাতক এবং ৭ জন রোগী মারা গেছেন।
এম জি