রাষ্ট্রপতির সঙ্গে জিএম কাদেরের সৌজন্য সাক্ষাত

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-১৪ ২১:৪৯:০৫


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। এসময় জি এম কাদের একাই ছিলেন বলে জানা গেছে।

রাষ্ট্রপতির সঙ্গে জিএম কাদেরের সাক্ষাতের বিষয়টি স্বীকার করে দলটির এক সিনিয়র নেতা বলেন, এটি স্রেফ সৌজন্য সাক্ষাত। তিনি (রাষ্ট্রপতি) জি এম কাদেরকে চা আপ্যায়নের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। পার্টির চেয়ারম্যান আমন্ত্রণ গ্রহণ করেছেন। এর বাইরে অন্য কিছু নয়।

এএ