তফসিল প্রত্যাখান করে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-১৫ ২০:৪০:৩২
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের তফসিল ঘোষণার পরপরই তা প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল করেছে দলটি।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম খানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগরী উত্তর জামায়াত। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিক্ষোভ মিছিলটি লাইভ সম্প্রচার করে দলটি।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে ড. রেজাউল করিম বলেন, ‘জনগণ সরকারের ফরমায়েসী নির্বাচনী তফসিল ঘৃণাভরে প্রত্যাখান করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে।’
তারা এই ষড়যন্ত্রমূলক ও গণবিরোধী তফসিল বাতিল এবং কেয়ারটেকার সরকারের গণদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সিইসি কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। যেখানে বলা হয়, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভাষণে সিইসি জানান, সংসদ নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। আপিল ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী ২০২৪ সকাল ৮টা পর্যন্ত।
এএ