১৬ কোম্পানির লেনদেন রোববার বন্ধ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-১৬ ১৩:৪৩:৪৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানির শেয়ার লেনদেন রোববার বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো- রানার অটো মোবাইলস, নাভানা ফার্মা,  আমরা টেকনোলজি, এএমসিএল প্রাণ, হা-ওয়েল টেক্সটাইল, ইফাদ অটোস, ইন্দো-বাংলা ফার্মা, ন্যাশনাল পলিমার, রহিম টেক্সটাইল, মালেক স্পিনিং, রংপুর ফাউন্ডারি, শাশা ডেনিম, জাহিন টেক্সটাইল, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেম, স্ট্যাইল ক্রাফট লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রোববার কোম্পানি ১৬টির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ১৬টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে রোববার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ১৬টি। সোমবার কোম্পানি ১৬টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস