ভারতীয় ভিসা আবেদন সেন্টার চট্টগ্রাম শাখা এখন সিডিএ অ্যাভিনিউতে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-১৬ ২০:১১:১০


চট্টগ্রাম নগরীর সিডিএ অ্যাভিনিউর সিটি সেন্টারে স্থানান্তর করা হয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাকের)। নতুন এ কেন্দ্রের উদ্বোধন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর সিডিএ অ্যাভিনিউর সিটি সেন্টারে আইভ্যাকের নতুন কেন্দ্রটির উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে ভারতীয় হাইকমিশনার বলেন, উন্নত ও নান্দনিক পরিবেশের অত্যাধুনিক এই নতুন কেন্দ্রটি চট্টগ্রামের বাসিন্দাদের জন্য ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়াকে সহজ করবে এবং স্বাচ্ছন্দ্য বাড়াবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন এবং এসবিআই বাংলাদেশের কান্ট্রি হেড অমিত কুমার।

ভারতীয় হাইকমিশনের পক্ষে বাংলাদেশে আইভ্যাকগুলো পরিচালনা করে বৈশ্বিক নেতৃস্থানীয় ব্যাংক ‘স্টেট ব্যাংক অব ইন্ডিয়া’। আর ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিশ্বের বৃহত্তম ভিসা আবেদন কেন্দ্র।

এএ