আইন-শৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়া মানবাধিকার লঙ্ঘন: প্রধান বিচারপতি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-১৮ ১৬:১৮:৫১


প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, একজন রাজনৈতিক নেতাকর্মীর যেমন মানবাধিকার আছে, তেমনি একজন পুলিশেরও মানবাধিকার রয়েছে।

সাম্প্রতিক সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর বল প্রয়োগ যেমন মানবাধিকার লঙ্ঘন, তেমনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজে বাধা দেওয়াও মানবাধিকার লঙ্ঘন।

শনিবার (১৮ নভেম্বর) রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় মানবাধিকার কমিশনের প্যানেল আইনজীবীদের কর্মশালায়
একথা বলেন তিনি।

এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিবিদরা পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীল না হলে দেশের পরিস্থিতি ভালো হবে না। রাজনৈতিক দলগুলোকে সহনশীল হওয়ার আহ্বানও জানান প্রধান বিচারপতি।

এম জি