চ্যাটজিপিটি’র সিইও হলেন মিরা মুরাতি
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-২০ ১২:০০:২৪
কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটজিপিটি উদ্ভাবন করা মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই-তে এবার চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন এক নারী প্রযুক্তিবিদ। তার নাম মিরা মুরাতি। ৩৪ বছর বয়সী এই তরুণী এর আগে একই প্রতিষ্ঠানে চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) হিসেবে দায়িত্ব পালন করেন।
সময়মতো চ্যাটজিপিটির আধুনিকায়ন ও হালনাগাদ নিশ্চিত করেছেন মিরা মুরাতি। মাইক্রোসফট ও প্রযুক্তি খাতের বিনিয়োগকারীদের সঙ্গে ওপেনএআইয়ের সম্পর্ক দেখভাল করেছেন। এ ছাড়া ওয়াশিংটন ও ইউরোপে প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে কাজ করবে, সেই খসড়া নীতি নিয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
মিরা মুরাতির জন্ম আলবেনিয়ায়, তবে তিনি বড় হয়েছেন কানাডায়। তার মা-বাবা ভারতীয় বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্রের ডার্থমাউথ কলেজে পড়াশোনার সময় হাইব্রিড রেসিং কার তৈরি করে যন্ত্র প্রকৌশলী হিসেবে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখেন মিরা।
২০১৮ সালে ওপেনএআইয়ের সুপারকম্পিউটিং ও রিসার্চ বিভাগে যোগ দেন। ২০২২ সালে সিটিও হিসেবে পদোন্নতি পাওয়ার পর তিনি চ্যাটজিপিটি, টেক্সট-টু-ইমেজ এআই ডাল-ই এবং কোড-জেনারেটিং সিস্টেম কোডেক্স-এর মতো যুগান্তকারী সব প্রযুক্তি উদ্ভাবনে অবদান রেখেছেন।
এম জি