কলেজের হিসাবরক্ষণ কর্মকর্তার ব্যাংকে ২৪ কোটি টাকা!

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১১-২০ ২১:২৭:৪৪


অবৈধভাবে ২৪ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ৫২৪ টাকার সম্পদের মালিকানা অর্জনের অভিযোগে রাজধানীর ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের হিসাবরক্ষণ কর্মকর্তা আকরাম মিয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ নভেম্বর) সংস্থাটির উপপরিচালক শারিকা ইসলাম বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি আকরাম মিয়া ২০১০ সালের ৬ জুন তিন হাজার টাকা বেতনে ডেমরার ড. মাহবুবুর রহমান কলেজে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে ৪২ লাখ ৭৩ হাজার ৩৪৩ টাকা আয় করেন। তিনি ২০১৭ সালে আইএফআইসি ব্যাংকের কোনাপাড়া শাখায় ১৪ কোটি টাকার একটি স্থায়ী আমানত হিসাব খোলেন।

এরপর ২০১৮ সালের ১৪ জুন একই শাখায় চার কোটি ৮০ লাখ এবং ৩৩ লাখ ৩০ হাজার ৫৩০ টাকার দুটি স্থায়ী আমানত হিসাব খোলেন। পরে ২০১৮ সালের ৭ মার্চ ও ১৬ সেপ্টেম্বর দুটি পে-অর্ডারের মাধ্যমে ১৯ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার টাকা স্টান্ডার্ড ব্যাংকের মাতুয়াইল শাখায় স্থানান্তর করেন। ২০২০ সালের ২২ ডিসেম্বর স্টান্ডার্ড ব্যাংক থেকে পাঁচটি পে-অর্ডারের মাধ্যমে ২৪ কোটি ২৩ লাখ ৩২ হাজার ৫৪৭ টাকা বেসিক ব্যাংকের মাতুয়াইল শাখায় স্থানান্তর করেন।

বর্তমানে বেসিক ব্যাংকের মাতুয়াইল শাখায় তার পাঁচটি স্থায়ী আমানতে ২৪ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ৫২৪ টাকা জমা রয়েছে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে এসব অর্থ তিনি অবৈধ উপায়ে অর্জন করে ভোগ দখলে রেখে মানিলন্ডারিং করায় মামলাটি দায়ের করা হয়।

এএ