দর পতনের শীর্ষে শমরিতা হসপিটাল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-২১ ১৫:৪১:২০
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শমরিতা হসপিটাল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৬৮ বারে ৫ লাখ ২২ হাজার ১৫৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে এপেক্স ফুডসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১০৯ বারে ৬৫ হাজার ৩২১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৪১ বারে ৩ লাখ ৫০ হাজার ৫৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- নাভানা সিএনজির ৫.২৮ শতাংশ, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ৫.২২ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪.৮২ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৪.৪৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৩.৮৬ শতাংশ এবং জেনেক্সের শেয়ার দর ৩.৮২ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস