যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে আগুন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-২১ ২১:৩৬:৫৮
রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ৮টা ৪০ মিনিটে বাসে আগুন দেওয়ার সংবাদ পাওয়া যায়। পরে পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে দুই ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, রাইদা পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
এএ