দর বৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-১১-২২ ১৫:৪৩:৩৫
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ০৪ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৫০২বারে ৪৬ লাখ ৭২ হাজার ৪৪৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ কোটি ৯১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ২৯৪ বারে ৫ লাখ ২৬ হাজার ৪৩১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা জেমিনি সী ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ২৬৪ বারে ১ লাখ ২৬ হাজার ৪৫৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৪১ কোটি টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্যাসিফিক ডেনিমসের ৮.৬৬ শতাংশ, আজিজ পাইপসের ৭.২০ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৭.০১ শতাংশ, লিবরা ইনফিউশনের ৬.২৪ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৬.০৮ শতাংশ, এমবি ফার্মার ৫.৮৭ শতাংশ এবং শমরিতা হসপিটালের শেয়ার দর ৫.৬৮ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস