১৩ ঘন্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-২৩ ১৩:০৮:১৪
হবিগঞ্জের বাহুবল উপজেলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উদ্ধার কাজ শেষে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এ ব্যাপারে* শায়েস্তাগঞ্জ জংশন সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনের বাহুবল উপজেলার রাউতগাঁও এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেট বিভাগের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে মৌলভীবাজারের কুলাউড়ায় চট্টগ্রামগামী উদয়ন ট্রেন আটকা পড়ে।
পরে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। সকাল পৌনে ৯টার দিকে উদ্ধার কাজ শেষ হলে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ জংশনের সহকারী স্টেশন মাস্টার পলাশ রঞ্জন দাস জানান, রাত ৮টার দিকে তেলবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। সকাল পৌনে ৯টায় সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
এনজে