সচিব এহছানে এলাহীকে চুক্তিভিত্তিক নিয়োগ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-২৩ ১৬:৩১:৪৯
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহীকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহীকে অবসরোত্তর ছুটি এবং সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে পরবর্তী ৬ মাস মেয়াদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এম জি