শাখা পর্যায়ে রেমিট্যান্স লাউঞ্জ চালু করল ইসলামী ব্যাংক

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১১-২৩ ২১:৪২:৫৫


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় রেমিট্যান্স লাউঞ্জ চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা আরও উন্নত ও দ্রুত রেমিট্যান্স সেবা গ্রহণ করতে পারবেন। পর্যায়ক্রমে ব্যাংকের সকল শাখায় রেমিট্যান্স লাউঞ্জ চালু করা হবে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ লাউঞ্জের উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী মোঃ রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুব-এ-আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম আবু সিদ্দিকী, মোঃ নাসিম আহমেদ, মোহাম্মদ শাহাদাত উল্যাহ, নজরুল ইসলাম ও মোহাম্মদ ইহসানুল ইসলাম এবং ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান সাইফুদ্দিন মোহাম্মদ খালেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

এএ