সাপ্তাহিক দরপতনের শীর্ষে এমারেল্ড অয়েল

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১১-২৫ ১৩:০১:১৪


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২০টির শেয়ার ও ইউনিট দর পতন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহের ব্যবধানে এমারেল্ড অয়েলের শেয়ার দাম কমেছে ১৪ দশমিক ৬২ শতাংশ।

ইউনাইটেড ইন্স্যুরেন্স তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২ দশমিক ৭০ শতাংশ। আর ১০ দশমিক ৩৪ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড।

টপটেন পতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, রিলাইন্স ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।।

এনজে