দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে লড়বেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।
এ সময় তিনি জানান, ৩০০ আসনে লাঙল প্রতীকের চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণার কথা থাকলেও ২৮৯ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।
তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে লড়বেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
দলটির পক্ষ থেকে জানানো হয়, মনোনয়ন বোর্ডের সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে বোর্ডের সদস্যদের নিয়ে আলোচনায় বাছাই শেষে বিকেলে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
এএ