ইমাম বাটনের শেয়ারের অস্বাভাবিক দাম তদন্তের নির্দেশ
আপডেট: ২০২৩-১১-২৮ ১৭:৫০:৫২
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমাম বাটনের শেয়ারের দর ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ১০৪ টাকা ৪০ পয়সা ছিল যা বৃদ্ধি পেয়ে ২৬ অক্টোবর ১৯৪ টাকা ১০ পয়সা হয়েছে।
শেয়ার মূল্যের অস্বাভাবিক গতিবিধির জন্য উক্ত কোম্পানিটির সাম্প্রতিক সময়ের লেনদেনের উপর তদন্তের নির্দেশনা দিয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেছে বিএসইসি।
এএ