গাজীপুরে বাসে আগুন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১১-২৯ ১২:১৯:৩৪
বিএনপি-জামায়াতের ডাকা অষ্টম দফা অবরোধের প্রথম দিনে গাজীপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) সকালে সালনা এলাকায় বাসটিতে আগুন ধরিয়ে দেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, উত্তর সালনা এলাকায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কয়েকজন দুর্বৃত্ত একটি বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
তিনি আরও জানান, আগুনে বাসের সামনের অংশ পুড়ে গেছে তবে কেউ হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে, অবরোধকারীরা বাসে আগুন দিয়েছে।
এদিকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার যানবাহন কিছুটা কম চলাচল করলেও আভ্যন্তরীণ রুটের বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল অব্যাহত রয়েছে।
এম জি