প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদ থেকে সজীব ওয়াজেদ জয়ের পদত্যাগ

সানবিডি২৪ আপডেট: ২০২৩-১২-০৭ ০৮:৫৮:৪১


প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

একাদশ সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পান সজীব ওয়াজেদ জয়। রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(বি) (১)-এর ক্ষমতাবলে প্রধানমন্ত্রী তাকে নিয়োগ দিয়েছিলেন। তার এই নিয়োগ ছিল অবৈতনিক ও খণ্ডকালীন। এর আগের মেয়াদেও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা ছিলেন তিনি।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ১৯ নভেম্বর টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দেন। তাদের পদত্যাগপত্র গ্রহণ করে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে তা আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) থেকে কার্যকরের তথ্য জানানো হয়।

এম জি