৫.৬ শতাংশ কমেছে শ্রীলংকার চা রফতানি

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১১-৩০ ০৯:২৫:৪৬


চলতি বছরের শুরু থেকে অক্টোবর পর্যন্ত আট মাসে শ্রীলংকার চা রফতানি ৫ দশমিক ৬  শতাংশ কমে ১৯ কোটি ৯০ লাখ কেজিতে নেমেছে। অক্টোবরে রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ কোটি ৮২ লাখ কেজিতে। দেশটির চা বোর্ডের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর ইকোনমিনেক্সট।

বর্তমানে শ্রীলংকা বিশ্বের শীর্ষস্থানীয় চা উৎপাদক। দেশটির বৈদেশিক মুদ্রা উপার্জনে বড় ভূমিকা রয়েছে পণ্যটির। কিন্তু অর্থনৈতিক বিপর্যয়ের ধাক্কা সামলে উঠতে পারছে না শ্রীলংকার চা শিল্প। তার ওপর দীর্ঘ সময় ধরে সার সংকট তো রয়েছেই। বহুমুখী প্রতিবন্ধকতার কারণে রফতানি অব্যাহত কমছে।

দেশটির চায়ের গড় রফতানি মূল্যও কমেছে। মার্চে প্রতি কেজি ৬ ডলার ১৩ সেন্টে রফতানি করা হলেও অক্টোবরে তা ৫ ডলার ২৫ সেন্টে নেমে যায়। তবে অক্টোবরে ডলার মূল্যে রফতানি আয় কিছুটা বেড়েছে। এ সময় ১০৮ কোটি ৩০ লাখ ডলারের চা রফতানি করা হয়, গত বছরের একই সময় যা ছিল ১০৬ কোটি ১০ ডলার। ওই মাসে রুপিতেও রফতানি আয় ছিল ঊর্ধ্বমুখী। ৩৩ কোটি ৩০ লাখ থেকে বেড়ে ৩৫ কোটি ৪০ লাখ রুপিতে উন্নীত হয়েছে।

শ্রীলংকান চায়ের সবচেয়ে বড় ক্রেতা ইরাক। দেশটি অক্টোবরে শ্রীলংকা থেকে ২ কোটি ৮০ লাখ ৯০ হাজার কেজি চা আমদানি করেছে, গত বছরের একই সময় যা ছিল ৩ কোটি ৮৪ লাখ কেজি। তবে তুরস্কের আমদানি লক্ষণীয় মাত্রায় বেড়েছে। দেশটি আলোচ্য মাসে ২ কোটি ৫৫ লাখ কেজি আমদানি করে, গত বছরের একই সময় যা ‍ছিল ১ কোটি ১৭ লাখ কেজি। অন্য শীর্ষ ক্রেতাদের মধ্যে রাশিয়া ১ কোটি ৯০ লাখ ও সংযুক্ত আরব আমিরাত ১ কোটি ৪৭ লাখ কেজি আমদানি করেছে।

এনজে